◼️আরমান হোসেন খান,ধামরাই (ঢাকা):ঢাকার ধামরাইয়ে অপরিকল্পিতভাবে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি খনন করার কারণে একটি স্কুল ও মসজিদ ধসে যাওয়ার পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সানোড়া ইউনিয়নের সানোড়া এলাকায় গিয়ে এমন অভিযোগের কথা জানা যায়।
এর আগে , এ বছরের জানুয়ারি মাসেও বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এলাকাবাসী।
স্হানীয়দের অভিযোগ , এ বছরের শুরুর দিকে ভেকু ও ড্রেজার দিয়ে সরকারি পুকুরটি খনন করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে খনন না করায় আশপাশের স্থাপনাগুলো হুমকির মুখে পড়েছে।
ঠিকাদার ও সরকারি তথ্যমতে জানা যায় , টেন্ডারের মাধ্যমে ২০২২ সালে ৮০০ শতাংশ জমির পুকুরটি ( সাড়ে চার ব্যক্তি মালিকানা ও সাড়ে তিন শতাংশ সরকারি মালিকানা ) খননের কাজ পান উপজেলার কালামপুর এলাকার বাসিন্দা আল মামুন।
স্হানীয়দের অভিযোগ , নিয়ম অনুযায়ী স্বল্প পরিমাণ পুকুর খনন করার কথা থাকলেও তিনি প্রায় ত্রিশ ফুট খনন করেন। খাঁড়াভাবে খনন করার কারণে আশপাশের স্থাপনা ধসে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় , সানোড়া এলাকায় – সানোড়া জামে মসজিদ ও সানোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুরটির অবস্থান। অপরিকল্পিত খননের কারণে মসজিদের সামনের উঠান জুড়ে ফাটল দেখা গেছে। এছাড়া সামনের সীমানা দেয়ালেও ফাটল দেখা যায়।
স্কুলটিতে গিয়েও এটির একাধিক স্হাপনা ধসে পড়ার উপক্রম দেখা যায়।
এলাকাবাসী আরও জানান , সানোড়া এবং কুশুরা ইউনিয়নের মধ্য দিয়ে বহমান – বংশী নদী হতে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে এবং কৌশলে এলাকার জমি দখল করে ভরাট করছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) হোসাইন মোহাম্মদ জকী বলেন – এ বিষয়ে এলাকাবাসী অভিযোগ করলে বিষয়টি দেখা হবে ।