
মোঃ আইয়ুব আলী,বিশেষ প্রতিনিধিঃ একটি ভিন্ন আঙ্গিকে ইসলামিক সংস্কৃতিক চরচায় অপসংস্কৃতিককে সমাজ থেকে উৎখাত করার লক্ষ্যে ইসলামিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেয় নাসিরাবাদ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
গত (১০ নভেম্বর ) শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি ইসলামিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন নাসিরাবাদ মানবিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নাসিরাবাদ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বি.জি.এম স্কুল এন্ড কলেজ মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দিন মাস্টার সাবেক চেয়ারম্যান তেলিহাটি ইউনিয়ন।
প্রধান অতিথি হিসাবে ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন সরকার চেয়ারম্যান তেলিহাটি ইউনিয়ন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ নাসির উদ্দিন সরকার। পরিবেশনায় ছিলেন নাসিরাবাদ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ, বীরের কাফেলা শিল্পীগোষ্ঠী ও সুরের ঝংকার শিল্পীগোষ্ঠীর শিল্পী বৃন্দ।
বিকেল থেকে নিয়ে রাত ১২ টা পর্যন্ত চলে এই ইসলামিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানে ছিল কেরাত প্রতিযোগিতা, আজান প্রতিযোগিতা, কবিতা আবৃতি, ইসলামিক গান ও কুইজ প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।