
মো. আজিজুল হক, উপজেলা প্রতিনিধি নেত্রকোনা:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের এক নিরীহ মফস্বল এলাকায় ১৯৯৮ সালে জন্ম নেন তরুণ রাজনীতিক, লেখক ও গবেষক মো. রফিকুল ইসলাম আইনী। পিতা মো. আইনাল হক ও মাতা মোছা. রমিজা খাতুনের স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠা রফিকুল ইসলাম শৈশব থেকেই সহজ-সরল, ভদ্র ও দায়িত্বশীল স্বভাবের ছিলেন। চার ভাইবোনের একটি সাদামাটা সংসারে তিনি বড় হয়েছেন নীতিবোধ, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে।
ছেলেবেলা থেকেই পাঠ্যবইয়ের পাশাপাশি সমাজ, ইতিহাস ও ধর্মীয় জ্ঞানে তার গভীর আগ্রহ ছিল। নিজের মেধা, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষাজীবনে রেখেছেন অসাধারণ কৃতিত্বের ছাপ। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ২০০৯ সালে অনার্স দ্বিতীয় বর্ষে সারা দেশের মেধাতালিকায় নবম স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে ২০২০ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় সারাদেশে ৩৩তম স্থান অর্জন করেন।
এই অসাধারণ কৃতিত্বের ধারাবাহিকতায় তিনি যুক্ত হন গবেষণা ও লেখালেখির জগতে। বর্তমানে তিনি জাতীয় লেখক পরিষদের গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি সমাজ, ধর্ম ও নৈতিকতা নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণায় মনোনিবেশ করেছেন।
রফিকুল ইসলামের জীবনের শুরুটা ছিলো যেমন সাদামাটা, তেমনি প্রেরণাদায়ী। তার শিকড় যে মাটিতে, সেই মাটিকে বদলে দিতে তার নিরলস প্রচেষ্টা আজ তাকে করে তুলেছে তরুণ সমাজের রোল মডেল।