মোঃ রেজাউল করিম,ময়মনসিংহ★ জনাব,এসআই(নিঃ) কমল সরকার, সংগীয় অফিসার একটি টিম অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী এলাকা হইতে ১৬ অক্টোবর ২০২৩ইং তারিখে ভোর ০৬.১০মিনিটের সময় চোর দলের সক্রিয় সদস্যঃ-
১। মোঃ নাজমুল হক (৩৫)বছর , পিতা-মোঃ তাজুল ইসলাম, মাতা-মোছাঃ নুরজাহান খাতুন, সাং-বলাশপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,
২। মোঃ জীবন ইসলাম (২৮)বছর,পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-মৃত লুৎফন নাহার, সাং-ব্রাম্মপল্লী, বর্তমান সাং-ভাটিকাশর (মিরাস উদ্দিন এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন গুলখার এলাকা হইতে একই তারিখে ১২.১৫ ঘটিকায় সময় অপর চোর দলের সক্রিয় সদস্য-
৩। মোঃ জাবেদ খন্দকার (৪৪)বছর পিতা-মোঃ বাবরু মিয়া খন্দকার, মাতা-মোছাঃ নিলুফা বেগম, সাং-গুলখার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া হতে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৮৯, তাং-২৩/০৮/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মূলে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হইতে মোটর সাইকেল চুরি করিয়া আসিতেছে। ঘটনায় জড়িত অপরাপর চোর দলের সক্রিয় সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে ডিবি পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন।