ইমাম হোসাইন,স্টাফ রিপোর্টার,কুমিল্লা: কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস)আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর বলেন,প্রতিষ্ঠার পর থেকেই নানান সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও প্রতিকূল বাধা পেরিয়ে আওয়ামী লীগের শিকড় এখন অনেক গভীরে। সংগ্রামী ও সাহসীরাই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে। রাজপথ থেকে বেড়ে উঠা আওয়ামী লীগকে আন্দোলন,সংগ্রামের ভয় দেখিয়ে লাভ নেই।
রবিবার (৩ অক্টোবর) কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে (গাজিপুর,বাতাকান্দি, বলরামপুর,কালাই গোবিন্দপুর) আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারের উন্নয়ন প্রচারপত্র বিতরন, পথসভা ও গণসংযোগের কালে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, উপমহাদেশের প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজপথের আন্দোলনে দীর্ঘ অভিজ্ঞতা আছে। রাজপথ থেকেই তো এই দলের জন্ম৷ আন্দোলন করতে করতে বয়স বেড়েছে দলের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়েছে।
কুমিল্লার তিতাস উপজেলার জনগণের কাছে আগামীতে নৌকায় ভোট চেয়ে ইঞ্জি.আবদুস সবুর বলেন,ঐক্য ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকা। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে জনগণ উন্মুখ হয়ে আছে।
গণসংযোগে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়,বশিরুল আলম মিয়াজি, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তোফাজ্জল হোসেন ভূইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান মুন্সী,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহআলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার,তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন,কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ,তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শের-ই আলম,কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ সিকদার,ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল আহমেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কিরন, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসেন,সাধারণ সম্পাদক আবুল হোসেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষারসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।