
তামিম বিল্লাহ,সাতক্ষীরাঃ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ভয়াবহ কালো দিবসের, অশুভ মিশনের অসমাপ্ত পর্বই ছিল ৩রা নভেম্বরে । যাঁদের রাজনৈতিক দূরদর্শিতায় ( বঙ্গবন্ধু মুজিবের অবর্তমানে ) দীর্ঘ নয় মাস মুক্তি সংগ্রামের মাধ্যমে লাল সবুজের পতাকা নিয়ে পৃথিবীর বুকে উদীয়মান হয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্র ।
সে দিন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মবীর মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মুজিবনগর সরকারের মন্ত্রীসভার সদস্য ক্যাপটেন এম মুনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় । তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ৩ নভেম্বর দিন টাকে জাতীয় জেল হত্যা দিবস হিসাবে পালন করা হয়।
দৈনিক ক্রাইম তালাশ এর পক্ষ থেকে জেল হত্যা দিবসে জেল খানায় নির্মম হত্যাকাণ্ডে জাতীয় চার নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফেরাত করি।