রতন কুমার রায়,
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ (১৪ অক্টোবর ) শনিবার শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজার আগমন ধ্বনি শোনা যাবে।
আজ ভোর হতে চন্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আসার আমন্ত্রণ জানানো হবে। দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী (২০ অক্টোবর ) শুক্রবার।
২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা পূজার উৎসব।
দুর্গা পূজার প্রস্তুতি পর্ব বা মহালয়ার প্রথম প্রহরে শেষ হয় পিতৃপক্ষের আর শুরু হয় দেবীপক্ষের। একই সাথে দুর্গাপূজার মূল অংশের প্রস্তুতি পর্ব শুরু হয়। তাই আজ ভোর থেকেই সব পূজা মন্ডপে পুরোহিতের ভক্তিকন্ঠে ” যা দেবী সর্বভূতেষু মাতৃরুপেন সংস্থিতা নমস্তৈস্য নমো: নমো: মন্ত্র উচ্চারণ শোনা যায়। এ উপলক্ষে রংপুর সহ সারাদেশের মন্দির ও পূজামন্ডপগুলোতে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের আয়োজন থাকবে।
মহালয়া কথাটি এসেছে মহালয় থেকে। মহালয়ের অর্থ পরমাত্মা। বৃহৎ আলয়। সৌর আশ্বিনের কৃষ্ণ পক্ষের নাম মহালয়। দুর্গোৎসবের তিনটি গুরুত্বপূর্ণ পর্বের একটি মহালয়া।
অন্য দুটি হচ্ছে বোধন ও সন্ধিপূজা।