মোঃ সাদেকুল ইসলাম লালমনিরহাট,প্রতিনিধি:
রবিবার (০৯অক্টোবর) বিকেল ০৪.টায় আদিতমারী থানা কমপ্লেক্সে শারদীয় দূর্গাৎসব ২০২৩ উপলক্ষে
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার, সহকারী কমিশনার (ভুমি) রওজাতুন জান্নাত, আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলামসহ আদিতমারী উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আদিতমারী উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপজেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়। সেই সঙ্গে পূজা উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
উক্ত সভায় অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক বলেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম কর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় আদিতমারী থানা পুলিশ সর্বাত্মক সহযোগীতা ও সর্তকবস্থায় থাকবে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। এছাড়া প্রতিটি মন্ডপে শতভাগ সিসি ক্যামেরা স্থাপনের আহব্বান জানানো হয়। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর আদিতমারী থানা এলাকায় মোট ১১৬ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অন্যান্য বছরের মত এ বছরও পূজামন্ডপগুলোতে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে। এছাড়াও মতবিনিময় সভায় অতিথিবৃন্দ সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
শিরোনামঃ
নোটিশঃ
আদিতমারি থানার আয়োজনে শারদীয় দূর্গোৎসবের আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সাদেকুল ইসলাম,লালমনিরহাট
- Update Time : ০৯:২২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- ১৯০ Time View
Tag :
Popular Post