মো :সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি:বায়ার ক্রপ সায়েন্স এর আয়োজনে ডিকাল্ব-৯২১৭ ভুট্টা বীজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ আখতারুজ্জামান কাস্টমার কানেকটর ম্যানেজার কুড়িগ্রাম লালমনিরহাট। কৃষিবিদ মাহমুদুল কবির রাজন। মার্কেট ডেভলপমেন্ট অফিসার লালমনিরহাট। মোহাম্মদ রমজান আলী সি কে এফ বীজ লালমনিরহাট। মোহাম্মদ শাহ আলম ফিল্ড অফিসার লালমনিরহাট। এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি সফল কৃষক বক্তৃতা রাখেন। উক্ত মাঠ দিবসে ১০০ জন কৃষক উপস্থিত ছিলেন।
, যতগুলো ক্রপ রয়েছে তার মধ্যে ভুট্টা হচ্ছে সি ফর ক্রপ। ভুট্টা যখন তাপমাত্রা বাড়তে থাকে, তখন কার্বনডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকে। তারপরও ফলন বাড়তে থাকে। এটি একটি এ্যামাজিং ক্রপ! পানির যখন স্বল্পতা থাকে তখন ভুট্টা গাছের শিকড় মাটির দিকে বাড়তে থাকে। আড়াই মিটার পর্যন্ত তার শিকড় নীচের দিকে চলে যায়, শুধুমাত্র পানি তোলার জন্য। যখন ভুট্টা মাড়াই মৌসুম আসে তখন দেখা যায় মাথার দিকে কিছুটা কমবেশি ছাড়া প্রত্যেকটি ইউনিফর্ম আছে। এক্ষেত্রে ডিকাল্ব-৯২১৭ ভুট্টার মোচায় দানাগুলো বেশ ভালো হয়েছে এবং কমলা রং উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে।
শালমারা গ্রামের কৃষক বজলুর রহমান জানান, ডিকাল্ব-৯২১৭ ভুট্টা গাছগুলোর পাতা ভুট্টার মোচা মাড়াইয়ের পরও সতেজ এবং সবুজ রয়েছে। গাছগুলো সতেজভাবে দাঁড়িয়ে থাকতে সক্ষম এবং ফলন আশানুরূপ। তিনি গত ২৪ নভেম্বর-২০২৩ তারিখে বীজ বপন করে ৯ মে-২০২৪তারিখে ভুট্টা মাড়াই করতে পেরেছেন। আগাম জাতের দানাদার ও উজ্জ্বল কমলা রংয়ের একর প্রতি ১৫০-১৫৫ মন ডিকাল্ব-৯২১৭ ভুট্টা।
শিরোনামঃ
নোটিশঃ
আদিতমারীতে ভেলাবাড়ি ইউনিয়ন এর শালমারায় বায়ার কোম্পানির ভুট্টা বীজ ৯২১৭এর মাঠ দিবস অনুষ্ঠিত
- Reporter Name
- Update Time : ০৯:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- ১৭০ Time View
Tag :
Popular Post