মোঃ আমানুজ্জামান (আমান),লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট আদিতমারী উপজেলায় পর্ণোগ্রাফি মামলায় অভিযুক্ত মোঃ ফারুক কে গ্রেপ্তার করে আদালতে দিয়েছে পুলিশ। (বুধবার) ১১ অক্টোবর ওই যুবক কে আদালতে প্রেরন করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম ফারুক মিয়া ( ৩৫)। ফারুক আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের (বালাটারী) মোজাম্মেল হকের ছেলে।
মামলার বরাত দিয়ে জানা যায়, ফারুক দীর্ঘ দিন থেকে মালয়েশিয়া প্রবাসির স্ত্রী মোছঃ শরিফা বেগম কে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ প্রস্তাব দেয় এবং উও্যক্ত করে। রাস্তা পথে দেখা হলে অশ্লীল ভাষায় কথা বলে এবং বিভিন্ন ভাবে টাকার লোভ দেয়। তার কুপ্রস্তাবে রাজি হাওয়ার জন্য। শরিফা বেগম এ কথার প্রতিবাদ করিলে ফারুক বিভিন্ন হুমকি দেয়।
(বুধবার) ৭ অক্টোবর ফারুক প্রবাসির স্ত্রী শরিফা বেগমের ঘরের টিন কেটে ভিতরে প্রবেশের
চেষ্টা করে। শরিফা বুঝতে পেরে
আটকানোর আপ্রান চেষ্টা করে।
কিছু ফারুক কিল ঘুসি মেরে পালিয়ে যায়। পরে বিষয় টি স্হানীয় গন্যমান্য ব্যক্তি কে জানায় শরিফা। এতে রাগান্বিত হয় ফারুক।
পরে ফারুক বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রবাসির স্ত্রী শরিফার বেগমের আপক্তিকর (নগ্ন) ছবি সংগ্রহ করে। ঐ ছবি দিয়ে পোষ্টার তৈরী করে গ্রাম থেকে শুরু করে বাজারের অলিগলিতে লাগিয়ে দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।
(মঙ্গলবার) ১০ অক্টোবর শরিফা
রাতে সাপ্টী বাড়ী বাজার থেকে মাছ নিয়ে বাড়ী যাবার প্রস্তুদি নেন। এ সময় ফারুক এসে শরিফা কে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ
করে এবং মুখে এসিড দিয়ে ঝলসে দিবে। শরিফা নিরুপায় হয়ে বিষয় টি আদিতমারী থানার ওসি কে জানালে দ্রুত ঘটনা স্থলে পুলিশ এসে ফারুক কে গ্রেপ্তার করে।