মোঃ সাদেকুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে উভয়পক্ষে পাঁচ জন নেতাকর্মী আহত খবর পাওয়া গেছে , তাদের মধ্যে আওয়ামী লীগের কর্মী পলাশ আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি বর্তমান আওয়ামীলীগের উপজেলার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান শিমুল কে পাথর দিয়ে ঢেল ছোড়ে বিএনপি নেতা কর্মী, তাকেউ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে এসেছে । উক্ত বিষয়টি কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীগণ উত্তেজিত হয়ে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে চেয়ার ভাঙচুর করেন, এ সময় আদিতমারী থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এদিকে সাপ্টিবাড়ী বাজারে একটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপির নেতাকর্মীগণ । আদিতমারী থানা অফিসার ইনচার্জ এই প্রতিনিধি কে বলেন উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ,যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রী এপিএস মিজানুর রহমান মিজান বলেন আমাদের শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে বিএনপির লোকজন আক্রমণ করেন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এতে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীগণ উত্তেজিত হয়ে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ।
শিরোনামঃ
নোটিশঃ
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন
- Md Shadequl Islam
- Update Time : ০৭:৪৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- ১৯৭ Time View
Tag :
Popular Post