
মোঃ নুরুজ্জামান আহমেদ,
আদিতমারী (লালমনিরহাট) উপজেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার অধীন আদিতমারী থানাধীন সাপ্টিবাড়ি বাজার সংলগ্ন সোহেল নামে এক যুবকের এর মৃত্যু নিয়ে নানা সমালোচনার ঝড় উঠেছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঘরের ভেতর ঝুলিয়ে রেখেছে এ প্রশ্ন এলাকাবাসীর।
ঘটনার বিবরণে জানা যায় ২৩ ডিসেম্বর আনুমানিক দুপুর ২.০০ ঘটিকার সময় আদিতমারী উপজেলার
সাপ্টিবাড়ি বাজার সংলগ্ন মোঃ মফিজুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক এর পুত্র সোহেল রানা। তথ্য সূত্রে জানা যায় সোহেলের বড় বোন অসুস্থ থাকায় আনুমানিক ১০.০০ ঘটিকায় সোহেলকে বাড়িতে একা রেখে তাহার মা-বাবা স্থানীয় সদর ক্লিনিকে চলে যায়। কিন্তু দুপুর ২.০০ ঘটিকার সময় তাহার মা ফিরে এসে ডাক চিৎকার করিলে সোহেলের কোন সারা শব্দ না পেয়ে তাকে ডাকতে ডাকতে বাড়ীর ভিতরে গিয়ে সোহেলের ঘরে দেখতে পায় বাসের ধরনার সাথে আধা ঝোলা অবস্থায় সোহেল ঝুলিয়ে আছে। এ সময় তার মা ঘর হইতে বাহির হইয়া ডাক চিৎকার করিয়া কান্না করিলে আশেপাশের লোকজন এসে সোহেলকে মৃত অবস্থায় দেখতে পায়।
এদিকে মৃত সোহেলের স্ত্রীকে বাড়ীতে না পাওয়ায় তার নিকটজন পাড়া প্রতিবেশীর মাঝে নানা আলোচনা ও জল্পনার সৃষ্টি হয়েছে ।
এলাকাবাসী জানান মৃত সোহেলের স্ত্রীসহ অন্য কেউ মৃত্যুর সাথে জরিত থাকতে পারে কিনা? এ বিষয়ে সত্য ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্ততি চলছে বলে জানা গেছে।