নিউজ ডেস্ক★ মহাবিশ্ব সম্পর্কে বা বিশ্বব্রহ্মাণ্ড ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আমাদের গভীর ভাবে ভাবায়। পৃথিবীর আদি কাল থেকে বর্তমান বিশ্বের বিজ্ঞানীরাও মহাবিশ্ব সম্পর্কে বা বিশ্বব্রহ্মাণ্ডে কি কি ঘটে তার রহস্য উন্মোচন করে আসছে। তবে এই সম্পর্কে জানান কোনো শেষ নেই।
আসুন আজ আমরা জেনেনি যে, আমাদের চোখের পলক ফেলে আবার খুলতে ৪ সেকেন্ড সময় লাগে। আর এই সময় টুকুর মধ্যে মহাবিশ্বে বা বিশ্বব্রহ্মাণ্ডে কি কি ঘটে আপনি কখনো কল্পনা করতেও পারবেন না। এই সময় টুকুর মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডে সূর্য্যের মতো ১৪ হাজার তাঁরার জন্ম হয়। আবার ৩০০ টি তাঁরা ধ্বংস হয়ে যায়।
এই সময় ৩০ টি ব্ল্যাক হোল্ড এর জন্ম হয়, আবার আমাদের সূর্য্যের ১৭ কোটি টন হাইড্রোজেন পুড়িয়ে ফেলে। ঠিক এতটুকু সময়ে আমাদের গ্যালাক্সি ২৫০ কিলোমিটার ভ্রমণ করে ও ১২৫ মিটার সম্প্রসারিত হয়। আর সব থেকে বড় কথা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি এন্টিমিডা আমাদের সাথে সংঘর্ষের জন্য ২৭ কিলোমিটার কাছে আছে।