মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি- অপস্) সালমা সিদ্দিকা।
তিনি শনিবার দুপুর ৩ টায় উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ড শ্রী শ্রী রাধা কৃষ্ণের মন্দিরে সরজমিনে পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পরে পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালীন উপস্থিত ছিলেন, পটুয়াখালী ২২ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক সদন চাকমা, বরিশালের জেলা কমান্ড্যানট এস এম মুজিবুল হক পাভেল, আমতলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মোঃ মাহবুব, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, প্রচার সম্পাদক আল জাবের।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (সিএইচটি- অপস্) সালমা সিদ্দিকা বলেন, আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সারাদেশের ৩২ হাজারের উপরে পূজা মন্ডপে ২ লাখ ১২ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করেছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আমরা পূজামণ্ডপসমূহ পরিদর্শন করছি। আশা করছি যে, সুশৃঙ্খলভাবে ও আনুষ্ঠানিকতার মধ্যে পূজা সম্পন্ন করতে পারবে। এজন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা দেখতে আমরা এসেছি এবং আশা করছি। আগামী ২৪ তারিখে সুন্দরভাবে ভাবে ও আনুষ্ঠানিকভাবে পূজা সম্পন্ন হবে।
আমতলী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব বলেন , অত্যন্ত সু-শৃঙ্খল ও সুন্দর ভাবে পূজা উদযাপন হচ্ছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ২৪ ঘন্টা মন্ডপে দায়িত্ব পালন করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়পূর্বক পূজামন্ডপের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছি।