আমতলী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার আমতলীতে ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচার (এনবিএম) নামের একটি ইটভাটায় ট্রেড ও ফায়ার সার্ভিসের লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার পরেও আইন বহির্ভূতভাবে শুধু পেশি শক্তির জোরে চালানোল অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচার (এনবিএম) নামের একটি ইটভাটা অবৈধভাবে পেশি শক্তির জোরে ও আইন বহির্ভূতভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। যার পরিপ্রেক্ষিতে ওই ইটভাটাটির বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরের শুরুতে একটি রিট মামলা দায়ের করা হয়। ওই মামলার আলোকে পরিবেশ অধিদপ্তর, বরিশাল সরেজমিনে ওই ইটভাটাটি পরিদর্শন করে রিটে উল্লেখিত অভিযোগের সত্যতা পায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহনযোগ্য না হওয়ায় ও ট্রেড লাইসেন্স বিহীন ওই অবৈধ ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাতিলের সিন্ধান্ত গৃহীত হয়। যা ৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, বরিশাল পরিবেশগত ছাড়পত্র বিষয়ক ১৭৯তম সভায় (ঞ) ০২নং সিন্ধান্ত অনুযায়ী ওই দপ্তর কর্তৃক গত ২২ ডিসেম্বর ২০১৩ খ্রিঃ তারিখে পরিবেশ/ববি/ ছাড়পত্র (ইটভাটা)- ৩৩৯৯/২০১৩/৮০ নং স্বারকে জারিকৃত পরিবেশগত ছাড়পত্র বাতিলের সিন্ধান্ত গৃহীত হয়। যা ওই দপ্তরের উপ-পরিচালক এ,এইচ,এম রাসেদ ২৬ অক্টোবর ২০২৩ খ্রিঃ স্বাক্ষর করে ভাটা মালিক জাহানারা ইসলামকে অবহিত করেন।
এরপরেও অবৈধ হয়ে যাওয়া ওই ইটভাটাটি আইন বহির্ভূতভাবে পেশি শক্তির জোরে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য ইটভাটায় নতুন করে ইট তৈরী ও ফায়ারিং করার সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে স্থাণীয়রা অভিযোগ করেন। ইটভাটাটি বন্ধে বরগুনা জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
স্থাণীয় আলমগীর ফকির ও শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ওই ইটভাটার ধোয়ায় পরিবেশ দূষনের পাশাপাশি ভাটার চারদিকে বসবাসকারী এবং দুই দিকে ৫০০ মিটারের মধ্যে উত্তর ও দক্ষিণে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা স্বাসকষ্টসহ নানা রোগে ভূগতেছে।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন বলেন, অবৈধ হয়ে যাওয়া ওই ইটভাটাটি আইন বহির্ভূতভাবে পেশি শক্তির জোরে নতুন করে ইট তৈরী ও ফায়ারিং করার সকল প্রস্তুতি নিয়েছে। পরিবেশ দুষনকারী ভাটাটি বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবী জানাই।
পরিবেশ অধিদপ্তর, বরিশাল দপ্তরের উপ-পরিচালক এ,এইচ,এম রাসেদ মুঠোফোনে জানান, ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচার (এনবিএম) নামের ইটভাটার পরিবেশগত ছাড়পত্রটি সরজমিনে তদন্তপূর্বক বাতিল করা হয়েছে।
ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচার (এনবিএম) ম্যানেজার নূর উদ্দিন তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এবং ট্রেড লাইসেন্স না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাত্রপত্র বাতিল ও ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন না থাকার কথা স্বীকার করে বলেন, দ্রæত সময়ের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাত্রপত্রসহ লাইসেন্সগুলো নবায়ন করে ফেলবো।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, বর্তমানে এনবিএম ইটভাটাটি সম্পূর্ন অবৈধ। ওই ইটভাটার না আছে ইউনিয়ন পরিষদের কোন ট্রেড লাইসেন্স, না আছে পরিবেশ অধিদপ্তরের কোন ছাত্রপত্র, না আছে ফায়ার সার্ভিসের কোন লাইসেন্স। তারপরেও শুধুমাত্র পেশি শক্তির জোর ভাটাটির ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে পরিবেশের দূষন ঘটাচ্ছে।
বরগুনা জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে পরিবেশ দুষনকারী ওই ইটভাটাটি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।