খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় আসন্ন (২০ অক্টোবর) শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বলেন শেখ হাসিনা সরকার ধর্মনিরপেক্ষতার পক্ষে কাজ করে, এবং জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকলের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। তিনি বলেন প্রতিটা পূজা মন্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে ও কেউ কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটনার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা মন্ডপে পাঁচ শত কেজি করে চাউল দেওয়া হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, রিপন কুমার মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, মোঃ আব্দুস সালাম কেরু, মোঃ কওসার আলী জোয়ার্দার।
আয়োজিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষক মোরয়ারী মোহন সরকার,প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান সহ ১৫৫ টি পূজা মন্দিরের সভাপতি সম্পাদক।
এ বছরে পাইকগাছা উপজেলায় মোট ১৫৫ টি পূজা মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাইকগাছা পৌর সদরে ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুন ইউনিয়নে ১৯ টি, লতা ১৪ টি সোলাদানা ইউনিয়নে ১২ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাড়ুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি ও গড়ুইখালী ইউনিয়নে ১৩ টি মিলিয়ে সর্ব মোট ১৫৫ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা হবে মর্মে প্রাপ্ত সূত্রে জানা যায়।
উল্লেখ্য, আয়োজিত সভায় উপজেলার প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।