মেহেদি হাসান পলাশ,বগুড়া: বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে গাড়ীদহ মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্মার্ট কার্যালয় উদ্বোধন, গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে স্থানীয় গোসাইবাড়ী বটতলা বাজারে এক কর্মী সভার সম্পন্ন হয়।
গাড়িদহ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, ষড়যন্ত্র করে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। সংবিধান অনুযায়ী যথাসময়েই শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে আবারো ক্ষমতায় আনতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। যারা রাজনীতির স্বার্থে ধর্মকে পুঁজি করে তাদের রাজনীতিবীদ বলা যাবে না, তারা ধর্ম ব্যাবসায়ী। এই ধর্ম ব্যাবসায়ীদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুবর রহমান আশিক, কৃষকলীগ নেতা এম এ মালেক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মোজাম, আব্দুল খালেক, কুসুম্বী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ন কবির ড্যানি, সাদায়েত জামান নিহাল প্রমুখ। সভায় গাড়িদহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।