খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছার পৌর সদরের জিরো পয়েন্ট নামক স্থানের ঘোষ ডেয়ারী সহ তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১৭০০০/- টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় পৌর সদরের জিরো পয়েন্ট এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় সামাদ টি স্টলকে পাঁচ হাজার, যাদব ঘোষ ডেয়ারীকে পাঁচ হাজার ও অপর আরেক মিষ্টির দোকানদার কে সাত হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উক্ত অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন এর এমন জনস্বার্থ মুলক কর্মকাণ্ডে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন।