স্টাফ রিপোর্টার:কুমিল্লা দাউদকান্দি উপজেলার জামাত-বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে আবারো মাঠে নেমেছে দাউদকান্দি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সকালে দাউদকান্দি টুলপ্লাজার সামনে থেকে সমাবেশটি দাউদকান্দি বিশ্বরোড হয়ে উপজেলার আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে শেষ হয়।
সমাবেশটির নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, এতে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদন রওশান আলী মাষ্টার।
শান্তি ও উন্নয়ন সমাবেশ শেষে দাউদকান্দি উত্তর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেনের শোক সভা ও দোয়া মাহফিলের যোগ দেন নেতৃবৃন্দ।
উপজেলা উত্তর ইউনিয়নের কদমতুলিতে আয়োজন হয় এ স্বরন সভা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোঃ টুটুল,। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, ভিপি রিপন, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাজাহান খন্দকার, দাউদকান্দি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহিন আহমেদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।