নিজস্ব প্রতিবেদক: অদ্য ১৫/১০/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারোয়ার আলম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড সালামী গ্রহন এবং প্যারেড পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে বক্তব্যে ইউনিটের সকল পদবীর পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্ব ও যথাযথ দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ড্রেসরুল অনুযায়ী পোশাক পরিধানে নির্দেশ প্রদান করেন। ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় পোশাকের কোন অংশের ব্যত্যয় দেখা দিলে এবং শৃঙ্খলার বিচ্যুতি পরিলক্ষিত হলে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে জানান। দেশে চলমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে নির্দেশ প্রদান করেন। সকল প্রকার মাদকদ্রব্য হইতে বিরত থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। মাদক সংশ্লিষ্টতার সন্দেহ পাওয়া গেলে ডোপটেষ্টের মাধ্যমে শনাক্ত করে বিভাগীয় শাস্তির আওতায় আনা হবে মর্মে জানান। ইন্ডাস্ট্রিয়াল এলাকার মালিক ও শ্রমিকদের সহিত সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করে।
পরবর্তীতে সকাল ১০:০০ ঘটিকায় মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারোয়ার আলম এর সভাপতিত্বে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকার হল রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় অধঃস্তন পুলিশ সদস্যদের কাছ থেকে সার্বিক বিষয়ে দাবি দাওয়া সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং সমস্যাগুলো তাৎক্ষনিক সমাধানে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং করার নির্দেশ প্রদান করেন।
দুপুর ১১:০০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে অত্র ইউনিটের কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এসময় মাননীয় পুলিশ সুপার মহোদয় শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক অসন্তোষ মোকাবেলা করার জন্য সকল পুলিশ সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। অপরাধ সভা শেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে অপরাধ সভার সমাপ্তি ঘোষণা করেন।