মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি: চট্রগ্রাম আদালত প্রাঙ্গনে রাষ্ট্রীয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে লালপুর উপজেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। একই সাথে ইসকনকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠণ হিসাবে নিষিদ্ধ করণের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) বিকেলে লালপুর ত্রিমোহিনী চত্বরে গণঅধিকার পরিষদ লালপুর উপজেলা শাখার আয়োজনে মানব বন্ধনে বক্তব্য রাখেন নাটোর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক উৎপল পাল, লালপুর উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব ইমন আহম্মেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন ইসকন একটি উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গী ও সন্ত্রাসী সংগঠণ। এরা ফ্যাসিস আওয়ামীলীগের দোসর। সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠণকে নিষিদ্ধ করা না হলে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে। আমরা একটি অসাম্প্রদায়িক জাতি হিসাবে সারা বিশ্বের কাছে পরিচিত। এই ধারা বজায় রাখতে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা জরুরী।