দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ -০৫ ( ছাতক ও দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, ‘বিএনপি জামাত অপপ্রচার চালিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ধর্ম চলে যাবে। অথচ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাড়িয়েছে, তাদেরকে অকুন্ঠভাবে সমর্থন জানিয়েছে। রোহিঙ্গা মুসলিম শরনার্থীদেরকে আশ্রয় দিয়েছেন।’
শনিবার সকাল দশটায় দোয়ারাবাজার সরকারি মডেল হাইস্কুল মাঠে উপজেলায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভূক্ত উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এমপি মানিক আরো বলেন, ‘উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। পদ্মা সেতু, কর্নফুলি ট্যানেল, মেট্টোরেলসহ দেশের বড় বড় উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে।’
দোয়ারাবাজার উপজেলা পরিষদের আয়োজনে যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানের যৌথ সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, জেলা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট ছাইদুর রহমান তালুকদার, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতিত্ব বশির উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল ফেরদৌস পুলক প্রমুখ।
শিরোনামঃ
নোটিশঃ
উন্নয়নের জন্য নৌকা মার্কায় আবার ভোট দিন – এম পি মুহিবুর রহমান মানিক
- Reporter Name
- Update Time : ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- ১৯১ Time View
Tag :
Popular Post