
খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন শুধু অপেক্ষা ফল ঘোষণার দিন নির্ধারণের। শিগগিরই সম্ভাব্য তিনটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুমোদিত তারিখেই প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত ফল।
বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, ফলাফল প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন। এখন সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঠিক করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় যেদিন অনুমোদন দেবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ১৫ মে এসএসসির শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশিত হবে।
এবারের এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। দাখিল (মাদরাসা) বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সব মিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অপেক্ষায় আছে তাদের শিক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়ের ফলাফল জানার জন্য।
ফল প্রকাশের দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনলাইনে ফলাফল উদ্বোধনের পর একই সময় সারা দেশে একযোগে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবে।
আগামী কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা ও প্রত্যাশা।