লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: পর্যটন এলাকা কক্সবাজারে ফুটপাত দখল করে বাণিজ্য ও অবৈধভাবে যানজট সৃষ্টিকারী গাড়ি পার্কিং এর বিরুদ্ধে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা চালানো হয়েছে।
কক্সবাজারের পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নেতৃত্বে (০৫ই অক্টোবর) বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযানটি শুরু করা হয়।
শুরু হওয়া অভিযানটি মেয়রের দায়িত্ব থাকা অবধি আগামী ৫ বছর পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজারের পৌরসভা চত্বর থেকে শুরু হয় ফুটপাত উচ্ছেদকৃত এই অভিযানটি । প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয় কক্সবাজার সদর হাসপাতাল সড়কের উভয় পাশে দখল করে রাখা ফুটপাত ।
এই উচ্ছেদ অভিযান যতদিন না ফুটপাত দখলমুক্ত হয়নি ততদিন চলমান থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।