লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:আজ (১০ই নভেম্বর) শুক্রবার কক্সবাজার সদর হাসপাতালে বাংলাদেশের চীন দূতাবাস কর্তৃক মেডিকেল যন্ত্রপাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে চীনা দূতাবাস কতৃক কক্সবাজার সদর হাসপাতালে মেডিকেল যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।
এসময় চীন দূতাবাস কতৃক ১০ টি মেডিকেল যন্ত্রপাতি কক্সবাজার সদর হাসপাতালকে ও ৭ টি মেডিকেল যন্ত্রপাতি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেন বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও মায়ানমারকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সাহায্যকারী ও মধ্যস্ততাকারী হিসেবে সাহায্য করছে চায়না। চায়না সব সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন।
ইয়াও ওয়েন আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি হয়েছে।
সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে ও রোহিঙ্গা সংকট সমাধানের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয় এবং নির্বাচনকালীন সময়ে ও রোহিঙ্গাদের প্রভাব পড়বে বলে তিনি জানিয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে কিছু রোহিঙ্গা মায়ানমারে পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মায়ানমারের সাথে চীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। এটা হুট করে কোনোভাবে সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচনের আগে মায়ানমারের রাখাইন রাজ্যে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের মাধ্যমে পাঠানোর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে তিনি জানিয়েছেন।