লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:‘সম্প্রতির জাহাজে, ফানুসের আলোয়
দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৯ অক্টোবর ২০২৩ তারিখ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে কক্সবাজরের বিভিন্ন স্থানে বৌদ্ধধর্মের অন্যতম জাহাজ ভাসা উৎসব উদযাপিত হয়। বৌদ্ধ ধর্মের মানুষেরা এই উৎসবকে কেন্দ্র করে খুশিতে মেতে উঠেছিল সবাই।
কক্সবাজার জেলার অর্ন্তগত রামুর বাঁকখালী নদীতে বাঁশ, বেত, কাঠ ও রঙিন কাগজের আটটি কল্প জাহাজ ভাসানো হয়।
শতবর্ষীয় এই উৎসব কে কেন্দ্র করে নদীর দু’কূলে উৎসবের আনন্দে মেতে উঠেছে বিভিন্ন জাতি ধর্মের হাজারো মানুষ।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের জাহাজ ভাসা উৎসবের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মুহম্মদ শাহীন ইমরান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব তাপ্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহমিদা মুস্তফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা রামু থানা, অর্পণ বড়ুয়াসহ হাজার হাজার মানুষ।