লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: আজ রবিবার( ২২ অক্টোবর ২০২৩) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
২০২৩-বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই খেলায় অংশগ্রহণ করেন ( অনূর্ধ্ব -১৭ বালক ও অনূর্ধ্ব-১৭ বালিকা )।
খেলা শেষে বিজয়ীদের চ্যাম্পিয়ন ও পরাজিতদের মাঝে রানার্স আপ তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শাহীন ইমরান।
অনুষ্ঠানে জনাব জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শাহীন ইমরান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম(বার), পুলিশ সুপার, কক্সবাজার।
আরো উপস্থিত ছিলেন, সম্মানিত মেয়র জনাব মো: মাহবুবর রহমান চৌধুরী, কক্সবাজার পৌরসভা, জেলা ক্রীড়া কর্মকর্তা ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।