লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: শনিবার ২১ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কক্সবাজারের রামু সেনানিবাস থেকে সেনা সদস্য আবুল মোকাররম জিহাদী, তার মেয়ে ও বাবা কক্সবাজার সদরে যাওয়ার পথে বিপরীত গামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়।
এমতাবস্থায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার পথে সেনা সদস্য জিহাদী মৃত্যু বরণ করেন।
জানা গেছে, নিহত সেনা সদস্য আবুল মোকাররম জিহাদ মালুমঘাটের ডুমখালী এলাকার আবু তাহের সর্দারের ছেলে । সড়ক দুর্ঘটনায় আহত হওয়া তার মেয়ে ও বাবা হাসপাতালের (আইসিও) তে ছিলেন।
(আইসিওতে) থাকা আহতদের অবস্থা ও আশঙ্কাজনক অবস্থায় বলে জানা গেছে ।
পরে (আইসিওতে) কিছুক্ষণ থাকার পর সেনা সদস্য আবুল মোকাররম জিহাদের বাবা আবু তাহের সর্দার ও মৃত্যু বরণ করেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ।
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন।