লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: আজ (২১ অক্টোবর ২০২৩ শনিবার) কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ পরিদর্শন করেন কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মহোদয় ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় জনাব মুহম্মদ শাহীন ইমরান স্যার।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তন্মধ্যে আরো সাথে ছিলেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার)।
এসময় পূজামণ্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব তাপ্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ,অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফাহমিদা মুস্তফা , উপজেলা নির্বাহী অফিসার রামু,সহকারী কমিশনার (ভূমি), রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামু , ট্যাগ কর্মকর্তাবৃন্দ , উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রীতি পরিষদ রামুর নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ।
পূজামণ্ডপ পরিদর্শনকালীন সময়ে কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের দিকনির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য সকলকে তৎপর থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ।