নিজস্ব প্রতিবেদক:মৃ/ত্যু/দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম বিপ্লব (৫০) কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ছোট ভাই মাসুদ উজ জামানের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক আছে মর্মে সন্দেহের সৃষ্টি হয় আসামি নজরুল ইসলাম বিপ্লবের। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজ ঘরে স্ত্রী, সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মাসুদ উজ জামান। ঘুমন্ত অবস্থায় তার ঘরে প্রবেশ করে আসামি নজরুল ইসলাম বিপ্লব ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে পরে তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুইদিন পরে (২২ এপ্রিল) নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে নজরুল ইসলাম বিপ্লবকে একমাত্র আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই হত্যা মামলায় দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের বিচারক শাম্মি হাসিনা পারভীন মামলার এই রায় দেন।