
মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধিঃনাটোর লালপুর উপজেলার ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কলেজকে মাননীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম
বকুল এম পি মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে এই কলেজটি এমপিওভূক্ত হওয়ায়
কলেজ শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন।
গ্রামীণ এলাকায় সমাজের সাধারণ মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ২০০২ সালে কলসনগর গ্রামের কৃতি সন্তান কাজী নুরুল ইসলাম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে গত ১৭/১০/২০২৩ খ্রি তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটিকে এমপিওভুক্ত করা হয়।
কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব —- বলেন, ”আমরা দীর্ঘ প্রতিক্ষার পর এমপিওভুক্ত হতে পেরেছি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি “।
এই কলেজের অনেক সাবেক শিক্ষার্থী বর্তমানে উচ্চ পর্যায়ে চাকরি করছেন। সেরকম একজন সাবেক শিক্ষার্থী ৩৪তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী সরকারি কলেজের প্রভাষক জনাব আজমল হোসেন বলেন, “গত ১৭/১০/২০২৩ খ্রি তারিখে
(Monthly Pay Order) হওয়ায় সকল সম্মানিত শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। বড় আক্ষেপ এটাই যে প্রতিষ্ঠাতা মরহুম কাজী নুরুল ইসলাম স্যার দেখে যেতে পারলেন না। আমি এই কলেজ থেকেই এইচএসসি সম্পন্ন করেছি। কলেজটির সাথে আমার অনেক স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে।
আমি কলেজটির সার্বিক উন্নতি কামনা করছি”।