
মো: মাসুদ রানা,কলাপাড়া (পটুয়াখালী):৪ নভেম্বর রোজ শনিবার দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করার ধারাবাহিকতায় কলাপাড়ায় পালিত হল দিবসটি।
এবারের প্রতিপাদ্য– ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।
কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর র্যালিটি পৌর শহরের একাধিক রাস্তাগুলোতে প্রদক্ষিণ করে সম্পন্ন করা হয়েছে।
র্যালিতে অংশগ্রহণ করেন পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, কলাপাড়া থানার সকল পুলিশ সদস্য সহ কমিউনিটি পুলিশিং এর আরো অন্যান্য সদস্যরা।
কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা- যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়। এটি একটি গণমুখী প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।
চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের সম্পৃক্ততার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির হাতছানি পেয়েছে।