খুলনা প্রতিনিধি:সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড.নজরুল ইসলাম এবং শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক সুরজ্ঞন রায় কাজী ইমদাদুল হক স্মৃতি পদক-২০২৩ এ মনোনিত হয়েছেন। ড.নজরুল ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেণ্ট্রি এণ্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন ও অধ্যাপক সুরজ্ঞন রায় বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি খুলনায় বসবাস করেন। সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছার গদাইপুর গ্রামের জন্ম গ্রহণ করেন। ৪ নভেম্বর ২০২৩ শনিবার কাজী ইমদাদুল হকের ১৪২তম জন্ম বার্ষিকী। পাইকগাছা উপজেলা পরিষদ মিলানয়তনে কাজী ইমদাদুল হকের ১৪২তম জন্ম বার্ষিকী অনুষ্ঠান ৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে মনোনিত ব্যক্তিদের স্মৃতি পদক প্রদান করা হবে বলে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান জানিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কাজী ইমদাদুল হক স্মৃতি পদক ও কাজী ইমদাদুল হক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হচ্ছে।
শিরোনামঃ
নোটিশঃ
কাজী ইমদাদুল হক স্মৃতি পদক পাচ্ছেন ড.নজরুল ইসলাম ও অধ্যাপক সুরজ্ঞন রায়
- এম জালাল উদ্দীন
- Update Time : ০৯:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- ৮৬ Time View
Tag :
Popular Post