
খাইরুল ইসলাম: বিনোদন ডেস্ক
চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব— ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। তারকাময় এ আয়োজনে গত শনিবার সবার নজর কাড়লো হলিউড সুপারস্টার রবার্ট প্যাটিনসন ও জেনিফার লরেন্স অভিনীত নতুন চলচ্চিত্র ‘ডাই মাই লাভ’। প্রদর্শনী শেষে পুরো গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে যেন থমকে গেল টানা নয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন-এ।
সিনেমাটির হৃদয়ছোঁয়া গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীতে বিমোহিত হয় কান শহরে জড়ো হওয়া বিশ্ব সিনেমাপ্রেমীরা।
জেনিফার লরেন্স অভিনয় করেছেন এক মানসিকভাবে বিপর্যস্ত, প্রেম-উন্মাদনার শিকার নারীর চরিত্রে, যিনি গ্রামীণ আমেরিকার পটভূমিতে নিজের ভাঙাগড়ার গল্প বলেন। তার স্বামীর চরিত্রে রয়েছেন ‘টোয়াইলাইট’ খ্যাত রবার্ট প্যাটিনসন।
ছবিটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লিন রামজে, যার হাত ধরে আর্জেন্টাইন লেখিকা আরিয়ানা হারউইৎজের উপন্যাসটি পর্দায় রূপ পেয়েছে।
রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে স্থানীয় সময়, এক জমকালো সংবাদ সম্মেলনে অংশ নেন লরেন্স-প্যাটিনসন জুটি।
মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া এই চলচ্চিত্র এখন স্বর্ণপাম (Palme d’Or) এর অন্যতম দাবিদার।
উল্লেখ্য, ১৩ মে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের মূল প্রতিযোগিতায় লড়ছে ২২টি চলচ্চিত্র, আর বিভিন্ন বিভাগ মিলিয়ে প্রদর্শিত হচ্ছে বিশ্বের নানা দেশের বাছাই করা সিনেমা।