শ্রী রতন কুমার রায়,রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলা এলাকায় ও বাংলাদেশের সব জায়গায় জেলা, উপজেলার গ্রাম-গঞ্জে কালী পূজাকে সামনে রেখে নিপুণ হাতে কাঁদামাটি, খড়, বাঁশ, সুতলি ও রং দিয়ে তৈরি হচ্ছে মা কালী প্রতিমা। প্রতিমা তৈরির কাজে দিনরাত ব্যাস্ত সময় পার করছেন মৎশিল্পীরা। বিভিন্ন মন্দিরে ও কারিগররা প্রতিমার পূর্ণরূপ দিতে ফুটিয়ে তুলছেন মা কালী প্রতিমা। মন্দিরে মন্দিরে চলছে অবকাঠামো তৈরির কাজ , আবার কোথাও শুরু হয়েছে রঙের কাজ।
দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই আবার শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের কালী পূজা।
আগামী ১২ই নভেম্বর রবিবার রাতে অনুষ্ঠিত হবে মহা-ধুমধামের মধ্যে দিয়ে কালী পূজা হবে বলে জানান প্রতিটি কালি মন্দির কমিটি। পুনকর সার্বজনীন কালী মন্দিরে আপন গতিতে মন্দির সাজানো কাজ করতে দেখা যায় । এছাড়া কথা হয় কালী মন্দির কমিটির সদস্য সাথে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে আমরা এতো সুন্দর ভাবে ধর্মীয় পুজা পালন করতে পারছি। কালী পূজা খুবই নিকটে তাই মন্দিরে চলছে প্রতিমা তৈরি ও মন্দির সাজানোর কাজ। তাই এবার প্রতিমা তৈরিতে একটু পিছিয়ে পড়েছি। আর কালী পূজাকে কেন্দ্র করে এখানে প্রতি বছর অনুষ্ঠান হয়ে থাকে। মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়।