মোঃ এনামুল মন্ডল,রাজবাড়ী:কালুখালীতে ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজের ১ দফা দাবিতে ৬ ই নভেম্বর রোজ সোমবার সকাল ১০টার সময় কালুখালী রেলস্টেশনে মানবন্ধন করেন কালুখালী উপজেলা বাসী। গত নভেম্বর ১তারিখ থেকে পদ্মাসেতু দিয়ে চালু হওয়া সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস এর স্টোপেজ দেওয়ার দাবি কালুখালী উপজেলার বাসী।কালুখালী একটি জংশন হওয়ায় এখানে প্রতিদিন কয়েকটি রুটে ট্রেন চলাচল করে।এখানে ভাটিয়াপাড়া এক্সপ্রেস এর শেষ মাথা কালুখালী স্টেশনে এখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। কালুখালীতে স্টোপেজ দিলে বালিয়াকান্দি, পাংশা মাগুরা জেলার শ্রীপুর থানা ও পাবনা জেলার সুজানগর থানার এর মানুষেরা সুযোগ সুবিধা পাবে
শিরোনামঃ
নোটিশঃ
কালুখালীতে ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজের ১ দফা দাবিতে মানববন্ধন
- এনামুল মন্ডল
- Update Time : ০৮:৪৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- ২১৮ Time View
Tag :
Popular Post