মাহদি হাসান,নকলা প্রতিনিধিঃ শেরপুর জেলাধীন নকলা উপজেলায় নারায়ণখোলা ব্রক্ষ্মপুত্রের নদের শিকদার পাড়া ঘাট সহ আশপাশ অঞ্চল ছেয়ে গেছে কাশফুলে।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নদ-নদীর পাড়জুড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। বাতাসে ঢেউ তুলছে কাশফুল। নদ-নদীর দুই পাড়ের দীর্ঘ এলাকা শুধু কাশফুলের শুভ্রতা।
এদিকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে এই সময়ে অনেকেই ঘুরতে আসে নদীর পাড়ে। কাশফুলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত সময় কাটাতে দেখা যায় অনেককেই।
উপজেলার ব্রক্ষ্মপুত্র নদের তীরবর্তী এলাকার বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রতিবছর শরতে আমাদের এই নদীর পাড়ে প্রচুর কাশফুল ফোটে। কাশফুলের সাদা রঙে চারপাশ ছেয়ে যায়। চমৎকার লাগে দেখতে। নদীর পাড়ে অনেক লোকজন আসে ঘুরতে।
তিনি আরও বলেন, প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এই কাশফুল প্রকৃতির বুকে ভিন্ন রকম সৌন্দর্য এনে দেয়। কাশফুল দেখলেই বোঝা যায় শরত এসেছে।