মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে আলোচিত অটো চালক ইসমাইল হোসেন হত্যা মামলায় থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন কাহালু পৌর এলাকার উলট্র পূর্ব পাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র রনি (২৩), আবু বক্করের পুত্র অলি (১৯) ও একই গ্রামের আব্দুল মজিদের পুত্র সিএনজি চালক মিরাজুল ইসলাম মিরাজ (২০)। থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে তাদেরকে আটক করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান, তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার রহস্য উদঘাটনে আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। অচিরে মামলার রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত শনিবার দিবাগত রাতে কাহালু পৌর এলাকার দলগাড়া গ্রামের পূর্ব পাশে কাহালু -ডোমরগ্রাম সড়কে অটো চালক ইসমাইল হোসেনকে ঘারে ছুরিকাহত করে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন কাহালু পৌর এলাকার উলট্র মধ্যেপাড়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র। সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান । থানা পুলিশ উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াখুর ঈদগাহ মাঠ এলাকা থেকে ছিনতাইকৃত অটো উদ্ধার করেন। এ ব্যাপারে থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়
শিরোনামঃ
নোটিশঃ
কাহালুতে আলোচিত অটো চালক ইসমাইল হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
- হারুন অর রশিদ
- Update Time : ০৬:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- ৩৩৪ Time View
Tag :
Popular Post