মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে গত শনিবার রাতে কোন এক সময় উপজেলার মুর ইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে প্রায় কয়েকটি পাড়ায় তিন শতাধিক বাড়ির দেয়ালে ও দরজায় পোস্টার লাগিয়ে চাঁদা দাবির ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক সহ বিষ্ণুপুর গ্রামের বিভিন্ন স্তরের মানুষ আতঙ্কিত গতকাল দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার এসপি সুদ্বীপ কুমার চক্রবর্তী এই গ্রামে পরিদর্শন করেন ।
ঐ চক্রটি পোস্টারে পরিবারের আয় অবস্থা ভেদে ২ শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে । আগামী ৬ অক্টোবর তারিখের মধ্যে টাকা দিতে হবে,সেই সাথে টাকা না দিলে তাদের সন্তানদের হারাতে হবে বলে ঐ পোস্টারে উল্লেখ করে হুমকি দেয়া হয়। এঘটনায় ঐ এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও বাড়িওয়ালার মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাহালু থানা পুলিশ সদস্যের একটি টিম বিষ্ণুপুর গ্রামে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত রয়েছে । এঘটনায় সোমবার দুপুরে মুরইল বিষ্ণুপুর গ্রামে পরিদর্শনে আসেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদ্বীপ কুমার চক্রবর্তী। এসময় তিনি বিষ্ণুপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী,অভিভাবক সহ বিভিন্ন স্তরের মানুষের খোঁজ খবর নেন ও তাদের সাথে কথা বলেন । এসময় তিনি সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিত ভাবে এলাকায় আতঙ্ক ছড়াতে এ কাজ করেছেন। তিনি গ্রাম বাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ দেন। ছেলে মেয়েদের নির্ভয়ে স্কুলে পাঠাতে বলেন। স্বাভাবিক জীবনযাপনে আপনাদের কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিগন আপনাদের পাশে রয়েছেন । বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এ কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এসময় বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুর রশিদ ও দুপচাঁচিয়া আদমদিঘী সার্কেল কাহালু নন্দীগ্রাম এলাকার চলতি দায়িত্বরত পুলিশ অফিসার মোঃ নাজরান রউফ কাহালু থানা অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, কাহালু থানা পুলিশ পরিদর্শক তদন্ত এবিএম ফিরোজ ওয়াহিদ,মুরইল ইউপি চেয়ারম্যান মাও আব্দুল জলিল সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকতা উপস্থিত ছিলেন।