
কাহালু (বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালু বেলঘরিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২টি বার্মিজ চাকু সহ সোহাগ (১৮) ও জনি (১৯) নামক ২ যুবককে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত সোহাগ কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর (পগুইল) গ্রামের হবিবর রহমানের পুত্র ও জনি একই গ্রামের সাহেব আলীর পুত্র।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে