মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি: সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের পিড়াপাট পাড়া থেকে নিজ বাড়ীর শয়ন কক্ষ হতে বাটুল (৪৫) নামে ১ ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার করে কাহালু থানা পুলিশ। মৃত বাটুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দন বাইশার মৃত আবু মন্ডলের পুত্র। স্থানীয় লোকজন জানান, প্রায় ২ বছর আগে বাটুল পিড়াপাট পাড়ায় একটি টিন সেট ঘর করে বসবাস করে আসছিল। বাটুল মাঝে মধ্যে উক্ত ঘরে এসে ৩/৪ দিন থেকে আবার চলে যেত। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান চন্দনবাইশায় থাকে। মৃত বাটুল বাড়ী ঘরের টিনের ছাউনির কাজ করতেন। প্রতিবেশীরা জানান, তারা গত শুক্রবার তাকে উক্ত ঘরে আসতে দেখেছিলেন। তার পর থেকে তাকে আর দেখেনি। অদ্যয় সোমবার সকালে উক্ত ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে দেখে। এ সময় তারা ঘরের কাছে গিয়ে ভিতর থেকে ঘরের দরজা, জানালা বন্ধ পায়। তারা মুরইল ইউপির স্থানীয় ৩ নং ওয়ার্ড সদস্য আক্তারুল ইসলামকে খবর দিলে সে কাহালু থানা পুলিশে খবর দেন। স্থানীয় লোকজনদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান। মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।এ ব্যাপারে থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
শিরোনামঃ
নোটিশঃ
কাহালুতে ১ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
- মোঃ হারুন অর রশিদ
- Update Time : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- ২১৬ Time View
Tag :
Popular Post