এস এম নুরুল আমিন,
জেলা ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায়
গত ০২রা অক্টোবর ২০২৩ইং সোমবার অটোচুরি মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিকভাবে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম গত ০২রা অক্টোবর ২০২৩ইং রাত্রি অনুমান ৯.১৫ ঘটিকার সময় ২৪ ঘন্টার মধ্যে গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজারহাট থানাধীন রাজারহাট ইউনিয়ন পরিষদ গেটে রাজারহাট হইতে আদর্শ বাজারগামী পাকা রাস্তা থেকে চোরাইকৃত ০১টি ব্যটারী চালিত লাল রঙ এর অটোসহ সিরাজগঞ্জ জেলার চৌহালী থানা এলাকার মোঃ আব্দুল হালিম (৩৫), মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকার মোঃ আবেদ হোসেন (২৯), গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা এলাকার মোঃ রিপন মিয়া (২৮) এবং রাজারহাট থানা এলাকার মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন ওরফে মঞ্জরুল (৩৬) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, অটো চুরিসহ যেকোন প্রকার চুরি বা অপরাধের সাথে জরিত সকলকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।