কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ১৮ ই অক্টোবর ২০২৩ তারিখ রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় বাদী তার বাসার দরজা ও গেটে তালা লাগিয়ে পরিবারের সকল লোকজন মিলে উলিপুরের বজরা এলাকায় বোনজামাই এর জানাযায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে যায়।
পরেরদিন নিজ বাসায় ফেরত এসে দেখতে পায় তাদের বাসার গেটের তালা ও রুমের তালা ভাঙ্গা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো ও তাদের বিভিন্ন মালামাল ঘরে নেই।
পরবর্তীতে উলিপুর থানার অজ্ঞত চোরদের নামে মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম মামলার তদন্তে স্থানীয় লোকজনদের জিজ্ঞেসাবাদে কিছু লোকের উক্ত বাসার আসেপাশে গত কিছুদিন সন্দেহজনকভাবে ঘোরাফেরার তথ্য পাওয়া যায়।
উক্ত তথ্যের ভিত্তিতে উলিপুর থানার অনুসন্ধানে চোর চক্রের মূলহোতা উলিপুর পৌরসভাধীন জোনাইডাঙ্গা গ্রামের মোঃ ফারুক হোসেন (৩২) , মোঃ খোকন মিয়া (৪২) ও উলুপুর হাতিয়া ইউপি এর ডোবারপাড় এলাকার মোঃ আঃ হাকিম (৪৮) দেরকে গ্রেফতার করে এবং তাদের দেখানো মতে চোরাইকৃত ছোট পানির পাম্প ১টি, গ্যাসের চুলা-০১টি, লাল রংয়ের ছোট বাই সাইকেল-০১টি, এলইডি মনিটর-০২টি, গ্যাস সিলিন্ডার-০১টি, স্বর্ণের আংটি-০১, কম্বল ০২টি, স্টাবলাইজার-০১টি, পানির ফিল্টার-০১টি, ব্লেন্ডার-০১টি, মেলামাইন প্লেট-১৩টি উদ্ধার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য তারা বিভিন্ন সময়ে বাসার মালিকদের অনুপস্থিতিতে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাসার তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যেতো। পরবর্তীতে মামলা ও অভিযোগের ভিত্তিতে তার সকল তথ্য সংগ্রহ করে চোরাই মালামাল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।