কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম থানা পুলিশ কর্তৃক ১৫ই অক্টোবর ২০২৩ তারিখ রবিবার রাত্রি অনুমান ১২.৩০ ঘটিকার সময় বেলগাছা ইউনিয়নের কালে মোজাস্থ খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে জয়বাংলা মোড় থেকে হরিকেশ মধ্যপাড়ার মোঃ মঈন উদ্দিন মুকুট (৪০), পলাশবাড়ী মন্ডলপাড়ার মোঃ জনি ইসলাম এবং হিঙ্গনরায় মধ্যপাড়ার মোঃ রিয়াদ হোসেন রনি (২৫) দের গ্রেফতার করে।
কুড়িগ্রাম থানাধীন নাজিরা মুন্সিপাড়ার মোঃ সহিদুল ইসলাম কুড়িগ্রাম থানায় অভিযোগ করেন যে গত ০৯ই অক্টোবর ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় বাদী কুড়িগ্রাম থানাধীন হালাবট মোড়ে বসে থাকাকালে আসামীরা মোটর সাইকেলের করে এসে নাম ঠিকানা জানতে চাইলে বাদি সরল বিশ্বাসে আসামীদের আমার নাম ঠিকানা বলে।
উক্ত সময় আশপাশে কেউ না থাকার সুযোগে আসামীরা বাদিকে ছোড়া দেখিয়ে শক্তি মোহড়া প্রদর্শন করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভীতি প্রদর্শন করে এবং বাদীকে থানা পুলিশ সংবাদ প্রদান না করার জন্য বলে বাদীর মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে জানতে পারে আসামরী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ছাত্রদের টার্গেট করে ডিবি পুলিশ পরিচয়ে মোবাইল, টাকা ছিনতাই করে আসছে।
পরবর্তীতে কুড়িগ্রাম থানা পুলিশ খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সামনে জয়বাংলা মোড় এলাকা থেকে আসামীদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে বাদীর ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।