কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা ডিবি কর্তৃক গত ১৩ই অক্টোবর ২০২৩ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের সামনে থেকে কুড়িগ্রাম টু ঢাকাগামী বাস যাত্রী সেজে নাগেশ্বরী থানাধীন নাওডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ইয়াকুব আলী এবং রংপুর জেলার কাউনিয়া থানাধীন হলদিবাড়ি গ্রামের মোঃ বাবুল হাসান দ্বয় মাদক পরিবহনের সময় ০৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।