
কুড়িগ্রাম সংবাদদাতা:কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ০১ নভেম্বর ২০২৩ইং তারিখ বুধবার রাত্রী আনিমানিক ০৩.৩০ ঘটিকার সময় ফুলবাড়ী থানাধীন ০৩নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা (পাঠানটারী) এলাকা থেকে একই গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আমিনুল ইসলাম (৫২)’কে ১৮ বোতল মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন,
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।