রতন কুমার রায়,
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় বর্তমানে এই জংলি কুকুরের ভয়ে জনসাধারণ আতঙ্ক অবস্থায় আছে, তেমনি কুড়িগ্রাম জেলায় লক্ষ্য করা যাচ্ছে আতঙ্ক। এটি কে কেউ বলে হায়না, কিন্তু না এই হায়না নয়। নেকড়ে নয়।
এটা পাগলা কোন শেয়াল নয়।
এটা ভারতের জঙ্গলি কুকুর, কিছু দিন আগে ভারতের ব্যাপক বন্যা হওয়াতে সিকিম নদীর বাদ ভেঙে তিস্তা হয়ে প্রাণীটি আমাদের দেশে ঢুকে পড়ে বলে ধরণা করা হচ্ছে , এবং তিস্তার শাখা উপশাখা নদীর দিয়ে রংপুর শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।
মূলতঃ এরা জঙ্গলে, ছোট ছোট প্রাণী স্বিকার করে খায়, এবং এরা রাতেই শিকারে উদ্দেশ্যে বের হয় দিনে একদম নিরিবিলি পরিবেশ ছাড়া বের হয় না।
এলাকায় এরা ঢুকে পড়ায় এদের তেমন স্বিকার করার কোন প্রাণী পাচ্ছে না ফলে এরা প্রচন্ড ক্ষুধায় মানুষের উপড়ে ঝাপিয়ে পড়ছে। প্রাণী গুলি ভারতের গহিন জঙ্গলে থাকতে অভ্যস্ত এখানে এদের তেমন কোন লুকানোর পরিবেশ না পাওয়া এবং খাদ্যের অভাবে এরা এদিক ওদিক ঘুরাঘুরি করছে এরা যেমন ভিতো হয়ে আছে এবং অন্য দিকে তেমন ক্ষুধার্ত হয়ে আছে।
তাই সবাই সাবধানে থাকবেন।
শিরোনামঃ
নোটিশঃ
কুড়িগ্রাম জেলায় আতঙ্কের নাম জংলি কুকুর
- Reporter Name
- Update Time : ০৮:৩২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- ১৮৯ Time View
Tag :
Popular Post