নেএকোনা (কেন্দুয়া) প্রতিনিধি:নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মিকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ। রবিবার (২৯অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রোয়াইলবাড়ী ইউনিয়ন ছাত্রদল সদস্য নিলাম্বরখিলা গ্রামের হাফিজুর রহমান হাবিব,পৌর স্বেচ্ছা সেবকদলের আইথর গ্রামের স্বপন মিয়া, পৌর ছাত্রদলের আইথর গ্রামের শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক টেঙ্গুরী গ্রামের সাইদুল ইসলাম,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিগদাইর গ্রামের রফিকুল ইসলাম রতন,গড়াডোবা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান,পৌর স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক ইমরান মিয়া এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ওরফে পায়েল। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন- গ্রেফতারকৃতরা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি।তারা বিভিন্ন মামলার আসামী হিসেবে গ্রেফতার হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
৩১/১০/২০