
নেএকোনা (কেন্দুয়া) প্রতিনিধি:নেএকোনা কেন্দুয়ায় বুধবার (২ নভেম্বর) গভীররাতে কেন্দুয়ার কমলপুর নতুন বাসষ্ট্যান্ডে অবস্থানরত “হিরণ এন্ট্রারপ্রাইজ” নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সূত্র জানায় স্থানীয় লোকজন রাতে ঘুম থেকে উঠে বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞা। এ ব্যপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, কে বা কাহারা রাতে হিরন বাসে আগুন দিয়েছে আমরা তাদের গ্রেফতার করার চেষ্টা করছি।