
মো:সাদমান সাকিব,জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: কোরআনের আইন চালু হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, চুরি, ডাকাতি, হত্যা ও ধর্ষণ বন্ধ হয়নি। দুর্নীতি, টেন্ডারবাজিও বন্ধ হয়নি। নৈতিকতার অধঃপতনের কারণে দেশে আজ আট বছরের শিশু ধর্ষিত হচ্ছে।’
রোববার (১৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি মুক্ত তার প্রমাণ এ দেশের মানুষ বার বার পেয়েছে। জামায়াতের অধীনে তিনটি মন্ত্রণালয় ছিল তাতে এক টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। ৫ আগস্টের পরেও কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব করে নাই। দেশের জনগণের কাছে জামায়াত একটি আস্থার নাম। দলে দলে মানুষ জামায়াতের পতাকা তলে ঐক্য বদ্ধ হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ।’
উল্লাপাড়া পৌরসভা জামায়াতের আমির মো: আব্দুল করিমের সভাপতিত্বে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: রেজাউল করিমের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. নজরুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল বারী প্রমুখ।